আমি তোমাকে ভালবেসেছিলাম, এমনকি হয়তো
এখনও,আমি স্বীকার করি,তার কিছু রেশ
রয়ে গেছে ফের বেশ জ্বলে ওঠার আশঙ্কা সমেত
বরং এটাকে এমনই রেখে দেই যাতে তোমার
এর মাঝেই যথেষ্ট অশান্ত মন আরও অশান্ত
না হোক, আমি তোমাকে আবার কষ্ট দিতে চাইনা
যখন তুমি অসহায় আর তালুবন্দী তোমার জিহ্ব
কিন্তু আমি তোমাকে ভালবাসি স্বচ্ছল
আর অনায়াস- ঈর্ষা-কাতর আর ভীতুরা জানে
আমার তোমাকে এমন কোমল আর আন্তরিক ভালবাসা
খোদাকে অনুরোধ করে যেন তোমাকে আর একটা প্রেম দেয়