আমাদের দেখা হয়েছিল
যেখানে দেখা না হলেই ভালো
প্রেম হবার জন্যে।
আমাদের কমফোর্ট জোনে,
কোন রাজনৈতিক সমিতিতে কিংবা
কমন প্রিয় নৈসর্গিক স্পটে না,
একই রেস্টুরেন্ট যার কি না
ফেসবুক গ্রুপের সদস্য আমরা
তাদের কোন অফারে- এলাচ আর
আলুর অনুপাতে আমাদের মেলে
এমন প্রেম প্রেম ঘনিষ্ঠতা দুরূহ
সম্ভাবনা যেখানে
অথবা বইয়ের দোকানে আমাদের
দেখা হয়নি।
আমরা আমাদের গন্তব্যের কাছে
কোথাও মিলিনি।
আমরা একই দিন, একই রাত
একই আকাশ, আর মেঘের নিচ
থেকে পালাচ্ছিলাম
উদ্দেশ্যহীন, অথচ একই ভয়ে
অতঃপর আমি তোমার কাছ থেকে
আর তুমি আমার কাছ থেকে
পালাবার কালে, তুমি আমাকে
গচ্ছিত রেখেছ আমার কাছে
আর আমি তোমাকে গচ্ছিত রেখেছি
তোমার কাছে- আমানত হিসেবে
আমাদের এই মালিকানা
আর হস্তান্তর অপারগ অদল-বদল
রাতগুলো দীর্ঘ করেছে
আমাদের শঙ্কা আর অসহ্য
দৈনন্দিনতার অসহনীয়তা
বিষয়ক আলোচনায়
আমাদের যৌথতায়
প্রতিশ্রুত হচ্ছে কি না
কোন স্যাংচুয়ারি
অথবা নিকটস্থ রিফিউজি ক্যাম্পটা
কোথায়
আমাদের জানা হচ্ছে না
Awesome boss