by ফারুক আব্দুল্লাহ | Jan 24, 2014 | ফিচার
পাখিরা দলবদ্ধ ওড়ার সময় একটা ইংরেজি ভি (V) আকৃতি তৈরি করে। তা কমবেশি আমরা সবাই লক্ষ করেছি। পাখিদের ভি ফরমেশন বা বিন্যাস নিয়ে অনেক রকম গবেষণা হয়েছে। তবে ঠিক কেন পাখি দলের এই বিন্যাস তার সঠিক ব্যাখ্যা এতদিন অজানাই ছিল। ২০১৪ সালে প্রথম বিশেষভাবে নির্মিত জিপিএস ও ডেটা লগার...