প্রেমের কবিতা- ২ ( পুরুষ দুঃখ)

অতি প্রাক্তন, অতীত প্রাচীন তারপর কি না “সেতুর তল দিয়া বহিয়া গিয়াছে বহু জল” প্রায় গোটা জীবন যাপনের মত দীর্ঘ ক্লান্ত দিন কেটেছে, দ্বিধায় স্মরণ বিস্মরণের ধুলো ধূসরিত প্রেমিকার স্তন, সচেতন বিজ্ঞাপন না হোক, অলক্ষিত না থাকার ইচ্ছায়, আমি ফিরে যাই এমনই ঘোর সরল...